Advertisement


কুতুবজোমে খুনের মামলার সাক্ষীকে ধরে নিয়ে জোর করে খালি স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ


বার্তা পরিবেশক।। মহেশখালীর কুতুবজোমে গত ইউনিয়ন পরিষদ নিবার্চনের দিন নির্বাচনী সহিংসতায় নিহত হওয়া ব্যক্তির পক্ষে স্বাক্ষি দেওয়ার অপরাধে আব্দু সাত্তার নামের ওই মামলার এক সাক্ষীকে জোরপূর্বক স্থানীয় বটতলা বাজার থেকে ধরে নিয়ে মারধর করে জোরপূর্বক খালি স্টাম্পে সই (দস্তখত) নেওয়ার অভিযোগ উঠেছে। কুতুবজুমের মানবপাচার মামলার আসামি মো. কাসেম ও তার লোকজন তাকে অপহরণ করে এ ঘটনা ঘটায় বলে অভিযোগে প্রকাশ।

ভুক্তভোগি সাত্তার জানান, গতকাল সন্ধ্যায় তিনি বটতলা বাজারে গেলে আবুল কাসেমের নেতৃত্বে সাদ্দাম সহ ৪-৫ জন লোক তাকে বাজার থেকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে ব্যাপক ভাবে মারধর করেছে এবং খালি স্ট্যাম্পে দস্তখত করে নেন। এ সময় ওই খুনের মামলায় স্বাক্ষী না দেওয়ার জন্য তাকে বিভিন্ন হুমকি দেওয়া হয় এবং এক পর্যায়ে তাকে খুনের ভয় দেখানো হয় বলে জানান। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ নিয়ে তিনি থানায় মামলা করবেন বলে জানান।