বার্তা পরিবেশক।। আগামী ১৬ নভেম্বর বুধবার মহেশখালীর বঙ্গবন্ধু সরকারি মহিলা কলেজ সংলগ্ন বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলন সফল করার লক্ষ্যে জরুরী যৌথ প্রস্তুতি সভা আজ ১৩ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হবে।
এতে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত মেয়র ও চেয়ারম্যানবৃন্দ, পৌরসভা ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সা. সম্পাদকবৃন্দ, উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সভাপতি, সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কবৃন্দ এবং বড় মহেশখালীস্থ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সা. সম্পাদকগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সা. সম্পাদক আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।