Advertisement


ধলঘাটায় নৌকার বিজয়ের নেপথ্যের নায়ক তারেক শরীফ


সংবাদদাতা প্রেরিত।। উৎসর মূখর পরিবেশে ১৭ জুলাই শেষ হলো মহেশখালীর উপদ্বীপ ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন। সদ্য অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রাথী ও সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে তাঁর এই বিজয়ের নেপথ্যের নায়কের ভুমিকায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ।


তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারের মতে, নির্বাচনের কার্যক্রম শুরু থেকে তারেক বিন ওসমান শরীফের অক্লান্ত পরিশ্রম এবং বলিষ্ঠ সাংগঠনিক নেতৃত্বের ফলে নৌকা প্রতীক বিজয়ী হয়েছে।

এ ব্যাপারে ধলঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল আলম বলেন, ‘সদ্য অনুষ্ঠিত নির্বাচনে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফের ভুমিকা ছিল অতুলনীয়। এর মধ্যে তারেক বিন ওসমান শরীফ আমাদের পাশ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান। অতীতে তাঁর পিতাও সবসময় ধলঘাটার মানুষের পাশে ছিলেন।’

সাইদুল আলম আরও বলেন, ‘নৌকাকে বিজয়ী করতে তারেক বিন ওসমান শরীফের সাংগঠনিক তৎপরতা ছিল লক্ষ্য করার মতো। তিনি প্রতিটি নেতাকর্মীর সাথে কথা বলেছেন। মানুষের দুঃখের কথা শুনেছেন। প্রতিটি বাড়িতে গিয়ে ভোট চেয়েছেন। সেই ফলশ্রুতিতে ধলঘাটার মানুষ তাঁকে হতাশ করেনি। এ জন্য তিনি প্রশংসার দাবিদার।’

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, ‘কেন্দ্রীয় এবং জেলার নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তৎপর ছিল। বিশেষ করে; উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রচারণা চালিয়েছেন। তা‍ঁর জনবান্ধব নেতৃত্বের কারণে নৌকার বিজয় ঠেকানো সম্ভব হয়নি। আমরা তৃণমূলের নেতাকর্মীরা তারেক বিন ওসমান শরীফের কাছে কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, আইনী জটিলতা কাটিয়ে সাত বছর পর গত ১৭ জুলাই উৎসবমুখর পরিবেশে ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী ছিলেন। তাঁর মধ্যে মুল প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন তিনজন। তারা হলেন, নৌকার মনোনিত প্রার্থী আহসান উল্লাহ বাচ্চু, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল হাসান এবং আরেক আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন। তবে ঘোষিত ফলাফলে আহসান উল্লাহ বাচ্চু ৩৬৩২ ভোট পেয়ে চেয়ারম্যান নিবাচিত হন।  তা‍ঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন পেয়েছেন ২৬৬৪ ভোট। এবং বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান পেয়েছেন ৫৮৯ ভোট।

এ ব্যাপারে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধলঘাটা ইউপি নির্বাচনে আহসান উল্লাহ বাচ্চুকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশগ্রহনের সুযোগ দেয়। তবে একটি গোষ্ঠি নৌকা প্রতীককে হারাতে ষড়যন্ত্রে নামে। এরই পরি-প্রেক্ষিতে সাংগঠনিক কাযক্রম জোরদার করে ইউনিয়নটির প্রতিটি মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভোট ভিক্ষা চেয়েছি। বর্তমানের সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেছি। যার কারণে সাধারণ মানুষ নৌকাকে বিজয়ী করেছে। আমি ধলঘাটাবাসীর কাছে কৃতজ্ঞ।’

তারেক বিন ওসমান শরীফ আরও বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক নিবাচিত হওয়ার পর এটি ছিল আমার প্রথম নির্বাচন। যেটা চ্যালেঞ্জও ছিল। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান এবং মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের সার্বিক নির্দেশনায় সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নৌকাকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পেরে আনন্দিত বোধ করছি।’

এ ব্যাপারে ধলঘাটার নবনির্বাচিত চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু বলেন, ‘জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় নৌকা বিজয়ী হয়েছে। বিশেষ করে; কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফের জোরালো তৎপরতা ছিল। এ জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

নবনির্বাচিত এই চেয়ারম্যান ধলঘাটার প্রধান সড়ক এবং সাপমারার ডেইল জেটি সংস্কারের মধ্য দিয়ে অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।