Advertisement


জেলা প্রশাসক গোল্ডকাপ: মহেশখালী উপজেলা দলের গৌরবের বিজয়


আমিনুল হক।। কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে হট ফেভারিট চকরিয়া উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহেশখালী উপজেলা ফুটবল দল। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৩০ সেপ্টেম্বর বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলার নির্ধারিত ৯০ মিনিটে কোন পক্ষ গোল করতে না পারলে অমীমাংসিত ভাবে খেলা শেষ হয়৷ পরে ১০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়। এই ১০ মিনিটেও কোন দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত খেলা টাইব্রেকারে গড়ায়। এই টাইব্রেকারে মহেশখালী উপজেলা ফুটবল দল ৫-২ গোলে চকরিয়া উপজেলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়৷

টাইব্রেকারে মহেশখালী উপজেলা ফুটবল দলের দলীয় অধিনায়ক মনির, মতি, শাকের, বিদেশী রিক্রুট বেনজামা ও কামারা গোল করেন।

অপরদিকে চকরিয়া উপজেলা ফুটবল দলের শামসি এবং আরিফ গোল করতে পারলেও দলীয় অধিনায়ক আবছার ও সুশান্ত গোল করতে ব্যর্থ হন।

টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মহেশখালী উপজেলা ফুটবল দলের মিডফিল্ডার শাকের, সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন মহেশখালী উপজেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদী ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন চকরিয়া উপজেলা ফুটবল দলের অধিনায়ক আবছার৷

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে এসময় সম্মানিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌরসভা মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, স্পন্সর প্রতিনিধি বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার মোঃ আবু হেনা, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের।

এছাড়াও উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ, মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম আশরাফুল আজিজ সুজনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন, ক্রীড়া সংস্থার কর্মকর্তাগন ও ক্রীড়া সংগঠকগন।

উল্লেখ্য যে, গেলবার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে মহেশখালী উপজেলা ফুটবল দল চকরিয়া উপজেলা ফুটবল দলের কাছে টাইব্রেকারে হেরে গিয়ে রানার্সআপ হয়েছিল। সেই গোলবারের হারানো চ্যাম্পিয়ন ট্রপি আজ পুনরুদ্ধার করলো মহেশখালী উপজেলা ফুটবল দল।

এদিকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন মহেশখালী উপজেলা ফুটবল দলের সকল খেলোয়াড়, অফিসিয়াল  নবীর হোসেন ভূট্টু, কোচ শামসুল আলম রনি, সহকারী কোচ বাদশা, টিম ম্যানেজার এম আশরাফুল আজিজ সুজন, অফিসিয়াল আ ন ম হাছান ও সহকারী টিম ম্যানেজার এমরান উল্লাহকে অভিনন্দন জানিয়েছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমেদ।

খেলা পরিচালনা করেন -সাবেক ফিফা রেফারি জি এম চৌধুরী নয়ন, ফিফা রেফারি বিটু রাজ বড়ুয়া, নাছির উদ্দিন ও জাতীয় রেফারি এবং জেলা ফুটবল রেফারীজ ফোরামের সাধারণ সম্পাদক ছৈয়দ করিম।