Advertisement


সাংবাদিক মোহাম্মদ হোবাইবের মা আর নেই: আজ বাদ জোহর জানাজা



নিজস্ব প্রতিবেদক।। মহেশখালী উপজেলার কালামার ছড়ার ঐতিহ্যবাহী খউস্ব'র গোষ্ঠীর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মোজাফ্ফার আহমদ কালুর সহধর্মিণী ও মরহুম বাহারুল্লাহ মাতাব্বারের মেয়ে ফাতেমা বেগম আর নেই। আজ ৪ নভেম্বর (শনিবার) দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়িন্নাইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৫ বছর। তিনি মহেশখালীর সাংবাদিক মোহাম্মদ হোবাইব এর মা। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগছিলেন।

তিনি বেশ কিছুদিন ধরে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শে তাকে গতকাল দিনে মহেশখালীর বাড়িতে নিয়ে আসা হয় এবং রাতেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

আজ (শনিবার) জোহরের নামাজের পর কালামার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে মোহাস্মদ শাহ ঘোনার মনগাজি মসজিদ কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানিয়েছে।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে সন্তানসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।  

এদিকে সাংবাদিক মোহাম্মদ হোবাইব এর মায়ের মৃত্যু গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে 'মহেশখালীর সব খবর' পরিবার।