Advertisement


ভূমিকম্পে কেপে উঠল কক্সবাজার উপকূল

বিশেষ প্রতিনিধি ●

মাঝারি ধরণের ঝাঁকুনিতে কেপে উঠল মহেশখালী দ্বীপসহ কক্সবাজারের উপকূলীয় এলাকা । আজ বিকেল ৪ টার কিছু সময় পরে এই ভূকম্পনের সৃষ্টি হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারে।

আবহাওয়া অফিস জানিয়েছেন আজ বিকেল ৪ টা ১ মিনিট ১২ সেকেন্ড’এ এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.০ ।  কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ.কে.এম নাজমুল হক জানান ঢাকা আগরগাও কেন্দ্র থেকে ৫ শত ৭ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে মিয়ানমারের একটি এলাকায় এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এই ঝাঁকুনিটি কক্সবাজারের উপকূলীয় এলাকায় সরাসরি অনুভূত হয়। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুর রহমানও মহেশখালীর সব খবর'কে একই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ভূমিকম্পের ঘটনায় মহেশখালীতে এখনো কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম।

স্থানীয়রা জানিয়েছেন দুই দফায় এই ঝাঁকুনি অনুভূত হয়।

ভূমিকম্পের সময় খাটে শুয়েছিলেন মহেশখালীর একটি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লায়েক হায়দার। তিনি জানান পর পর দুই দফায় ঝাঁকুনিতে লোকজন ভয় পেয়ে গিয়েছিল। অনেকে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়েন।