Advertisement


১৫ আগস্ট পালনে প্রস্তুত হচ্ছে মহেশখালী


মহেশখালীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে শোকের মাস আগস্ট। শোকের এই মাসের ১৫ আগস্ট বাঙালী জাতির জনক স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের। ১৫ আগস্টের এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য প্রস্তুত হচ্ছে মহেশখালী। ঐ দিন উপজেলা সদরে মহেশখালীর বৃহৎ আয়োজনটি করা হবে। খবর নির্ভরযোগ্য সূত্রের। 
সূত্র জানায় ঐ দিন পৌর আওয়ামী লীগের উদ্যোগে বড় ধরণের কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে মেয়রের অর্থায়নে একাধিক গরু ও ছাগল কেনা হয়েছে বলে সূত্রের খবর। একই ভাবে বিভিন্ন ইউনিয়নে ভিন্ন ভিন্ন সংগঠন দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে। আজ পৌর আওয়ামী লীগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ দিবসটি পালনের জন্য প্রস্তুতি সভা করেছে। আগামী কাল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দিবসটি পালনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানাগেছে। 

[ আপনার প্রস্তুতি ও আয়োজনের ছবি ও খবর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল rokannews@gmail.com ]