Advertisement


রাজধানীতে মহেশখালী সমিতি ঢাকা’র বার্ষিক বনভোজন সম্পন্ন



রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মহেশখালী সমিতি ঢাকা’র বার্ষিক বনভোজন ও মিলন-মেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার ঢাকার উত্তরখান এলাকায় একটি অভিজাত পর্যটন এলাকায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

৬ মার্চ দিনব্যাপী স্থানীয় "দি হোমস এন্ড গার্ডেনস" এ অনুষ্ঠিত ঢাকায় বসবাসরত মহেশখালীর বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নান্দনিক এই আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদদীন আহমেদ, মহেশখালী কুতুবদিয়ার সাবেক এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিচালক আবুল কাশেম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক, বিশিষ্ট নাট্যকার ও মিডিয়া ব্যক্তিত্ব কাওসার চৌধুরী, প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালের রেজিস্টার(যুগ্ম জেলা জজ) বেগম কানিজ ফাতিমা, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম জনাব কামাল পাশাসহ অন্যরা।
 
বনভোজনে শিশু-কিশোর ও বয়োজ্যেষ্ঠদের বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহণের মধ্যদিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সবচাইতে আকর্ষণীয় ইভেন্ট ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মহেশখালীর ছাত্রদের সংগঠন ডুসাম (DUSAM) এবং ঢাকাস্থ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মহেশখালীর ছাত্রদের সংগঠন উইংস (WINGS) এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ।

আয়োজনের আরও একটি আকর্ষণীয় দিক ছিলো মেজবানি আয়োজন। মধ্যাহ্ন ভোজে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ভোজে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই। 

ভোজ পরবর্তী সমিতির সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল হক ও সাধারণ সম্পাদক যুগ্ম জেলা জজ মোহাম্মদ এরফান উল্লাহ’র পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করেন। সবাই এই ধরনের অনুষ্ঠান নিয়মিত আয়োজনের মাধ্যমে ঢাকাস্থ মহেশখালীবাসীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরো বৃদ্ধির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী এ বনভোজনে আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আতাউল্লাহ খান, সহ-সভাপতি সাজ্জাদ হেলাল উদ্দীন, সরওয়ার কামাল, এখলাসুর রহমান, জাবেদ আল মামুন, আবু সুফিয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌফিক উল্লাহ রফিক শাকিল ও ছৈয়দুল করিম, সাংগঠনিক সম্পাদক ধন বাবু, মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক রাশেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দীন, দফতর সম্পাদক নুরুল আবছার, ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, সমাজ কল্যাণ সম্পাদক আজিজ খান, উপ-দফতর সম্পাদক মোশাররফ আজিজ, উপ-প্রচার সম্পাদক সালমান এম রহমান, সহ ছাত্র বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক বেলাল সজীব, সদস্য মোজাম্মেল হক মিশু, শওকত আকবর বেলাল, ডুসাম (DUSAM)’র সভাপতি সিরাজুল আলম মানিক এবং সাধারণ সম্পাদক আরিফ উল্লাহ ফাহিম, উইংস (WINGS)’র সভাপতি তাহমিদ নিশাত এবং সাধারণ সম্পাদক এহতেশাম বিল্লাহ শাওন, লালমাটিয়া মহিলা কলেজের প্রভাষক বেগম অংকিতা আহমেদ রুবী প্রমুখ।


আয়োজনের উল্লেখযোগ্য দিক ছিলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সমিতির সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল হক’র কণ্ঠে পরিবেশিত গান সবাইকে মুগ্ধ করে। পরে বেতার ও টেলিভিশনের এক দল শিল্পীর অংশগ্রহণের মধ্যদিয়ে পরিচালিত এ অনুষ্ঠানে নানামুখী গান পরিবেশনয় করেন।

অনুষ্ঠানের শেষদিকে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল উদ্বোধনী ব্যাটসম্যান জাবেদ ওমর বেলিম গুল্লু উপস্থিত হলে আনন্দের মাত্রা আরও বৃদ্ধি পায়। জাবেদ ওমর বেলিম গুল্লুসহ মহেশখালীর বিশিষ্টজনরা মঞ্চে উপস্থিত হয়ে বিভিন্ন ইভেন্ট এ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।