Advertisement


বড় মহেশখালীর ‘সিরাজ চেয়ারম্যান সিটি’ আধুনিক বাণিজ্য কেন্দ্র

সাবেক এমপি আলমগীর ফরিদ

বিশেষ প্রতিনিধি #
মহেশখালীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ইউনিয়ন বড় মহেশখালীর নতুন বাজারে প্রথম বাণিজ্যিক শপিং সেন্টার হিসেবে ‘সিরাজ চেয়ারম্যান সিটি’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গতকাল। তোপধ্বনি ও রকমারি ফুলের পাপড়ি ছিটানোর মধ্য দিয়ে সেন্টারটির শুভ উদ্বোধন করেন কক্সবাজার-২ আসনে দু’বারের নির্বাচিত সাবেক এমপি আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।তিনি গতকাল বাদ জুমা এই শপিং সেন্টারের মূল ফটকে ফিতা কেটে এর উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শহীদুল্লাহ, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদে বিজয়ের পথে থাকা চেয়ারম্যান প্রার্থী ও শপিং সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এর আগে সেন্টারটির উদ্বোধন উপলক্ষে স্থানীয়দের সম্মানে এক মেজবানের আয়োজন করা হয়। পরে সেন্টারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসা ব্যবসায়ীরা পৃথক পৃথক ভাবে অতিথিদের দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ফিতা কেটে শুভ উদ্বোধন করান। সেন্টারে ইতোমধ্যে প্রায় ৪০ টির মত রেডি দোকান আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অপরদিকে সেন্টারের অন্য ফ্লোরে রয়েছে আধুনিক চিকিৎসা কেন্দ্র, ব্যাংক, জুয়েলারিসহ বিভিন্ন মাল্টি-লেভেল প্রতিষ্ঠান। খুব সিগরই তা উদ্বোধন হবে বলে জানাগেছে। এদিকে সর্বাধুনিক ডিজাইনে তৈরি করা এই শপিং মলে অগ্নি নির্বাপক ব্যবস্থা, ইয়ার সার্কুলেশন পদ্ধতি, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, একাধিক ফটক ও সিডিসহ লিফটের ব্যবস্থা রাখা হবে বলে জানাগেছে। ইতোমধ্যে এই শপিং সেন্টারে বিভিন্ন ডিজিটাল সামগ্রীসহ আধুনিক পণ্যের সমাহার ঘটেছে। আগামী ঈদের বাজারকে উপলক্ষ করে বাণিজ্যিক কেন্দ্রটি সাজানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।