Advertisement


ছোট মহেশখালীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ছবি: ছোট মহেশখালী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশের একাংশ। 

উপজেলার ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের শিক্ষায় সকল শিক্ষার্থীর জন্য সমতা ভিত্তিক সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং মাধ্যমিক পর্যায়ে পাশের সংখ্যা বৃদ্ধি করে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করা, নারী ক্ষমতায়নের ব্যাপারে সহায়তা করা, উপবৃত্তি গ্রহণকারী শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে এস.এস.সি পাশ পর্যন্ত বিবাহ করা থেকে বিরত রেখে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করা, আর্থ সমাজিক উন্নয়নে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং আত্ম-কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে দারিদ্র বিমোচন করার লক্ষে গতকাল ১৩ আগস্ট বিকেল ৩ টায় ছোট মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয়ের উপবৃত্তি নীতিমালা বিষয়ক সচেতনতামূলক শিক্ষক-এস.এম.সি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে কোস্ট ট্রাস্ট এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ছোট মহেশখালী ইউনিয়ন সিটিজেন ফোরামের সভাপতি মৌলানা আব্দুল হাকিম। কোস্ট ট্রাস্টের সরকারি সামাজিক সুরক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নয়ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার এস.এম ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্কুলটির প্রধান শিক্ষক মো. রশিদ, বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবির আহমদ। উপস্থিত ছিলেন সহাকারী শিক্ষক শুধীর চন্দ্র দে, জসিম উদ্দিন, অনুপম দে, পান্নারাণী দে, ফারেজা বেগম ও ইউনিয়ন সিটিজেন ফোরাম কমিটির সহ-সভাপতি হারুণর রশিদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো. আবু মুছা। প্রধান অতিথি শিক্ষার্থীদের উপস্তিতির উপর গুরুত্বারোপ করে বলেন উপবৃত্তি প্রদানের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অর্ন্তভূক্তি বৃদ্ধি বিশেষ করে দারিদ্র জনগোষ্ঠির সন্তানদের মাধ্যমিক স্তরে শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং মাধ্যমিক স্তর অতিক্রম করে উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহায়তা প্রদানের লক্ষে দারিদ্র ভিত্তিক উপবৃত্তি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সমাবেশে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানাগেছে।