সমাজ থেকে বাল্যবিবাহকে বিতাড়িত করতে প্রয়োজন স্থানীয় পরিষদ কর্তৃক মেয়েদের ভুয়া জন্ম নিবন্ধন সনদ প্রদান বন্ধ করা । বাল্যবিবাহ প্রতিরোধে মসজিদ ভিত্তিক গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মসজিদের প্রধান ইমামদের প্রশিক্ষণ সংশ্লিষ্টরা এমন সিদ্ধান্তে উপনিত হন।

ফ্রেব এর প্রধান নির্বাহী ফরিদুল আলম প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষনে কুতুবজুম ইউনিয়নের ১৯ জন ইমাম শপথ নেন যে- যেখানেই বাল্যবিবাহ সেখানেই তারা প্রতিরোধ গড়ে তুলবেন। ইমামদের পাশাপাশি উক্ত প্রশিক্ষণে কুতুবজোম ইউনিয়নের কাজীও অংশ গ্রহন করেন।
প্রশিক্ষনে ইমাম সাহেবগণ বলেন, যতক্ষণ পর্যন্ত পরিষদ কর্তৃক ভুয়া জন্ম নিবন্ধন সনদ প্রদান বন্ধ করা হয়নি ততক্ষণ পর্যন্ত বাল্যবিবাহের অভিশাপ থেকে আমাদের সমাজ মুক্ত হবে না। প্রশিক্ষণ শেষে সকল ইমাম বাল্যবিবাহের আকদ্ (ধর্মীয় বিয়ে) না দেয়ার শপথ নেন।