Advertisement


ছোটমহেশখালী যুবদলের কমিটি থেকে ১০ জনের পদত্যাগ



বার্তা পরিবেশক:
মহেশখালী উপজেলা শাখার আওতাধীন ছোট মহেশখালী ইউনিয়ন কমিটিতে যুবদলের ত্যাগী এবং সিনিয়র নেতাদের বাদ দিয়ে, মকছুদ-মোস্তাফা কর্তৃক মনোনিতদের দায়িত্ব আনার প্রতিবাদে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি থেকে সিনিয়র সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ১০ জন পদত্যাগ করেছে।

পদত্যাগকারীদের আবেদন হুবহু:
আমরা নিম্নে সাক্ষর কারীগন ছোট মহেশখালী ইউনিয়ন যুবদলের নবগঠিত অাংশিক কমিটির বিভিন্ন পদের নেতাকর্মী হই, বিগত ১৮ ফেব্রুয়ারি দৈনিক বাকখালীসহ দুই একটি স্হানীয় পত্রিকায় উক্ত ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা করা হয়, ঘোষিত কমিটির সভাপতি/সম্পাদক এরা যুবদলের কখনো সদস্যও ছিলনা, জাতীয়তাবাদী দলের সাথে সরাসরি জড়িতও ছিলনা, সভাপতি জসিম উদ্দীন সরওয়ার সবেমাত্র অন্য দল থেকে দলে যোগদান করেছেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম দীর্ঘদিন থেকে এলাকার বাহিরে থাকার পরেও কে বা কারও নীলনকশা বাস্তবায়ন করার লক্ষে তাদের হাতে দায়িত্ব দেওয়াতে আমরা মর্মহত ও হতাশ হই, সম্মেলনের প্রায় ৫মাস পর নাটকীয় ভাবে অর্থের বিনিময় এ কমিটি হয়েছে আমরা মনে করি, সিনিয়র জুনিয়র মেইনটিন না করে আমাদের সাথে কোন ধরনের অালোচনা না করে হঠাৎ বিগত ১৮/২ তারিখে পত্রিকা খুলে দেখা গেল, জসীম উদ্দীন সরওয়ার সভাপতি ও নুরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে মোট ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করে,উক্ত পত্রিকায় ঘোষিত কমিটিতে আমাদের নাম দেখে আমরা হতবাক ও হতাশ হয়ে যাই, কারণ ছোট মহেশখালী ইউনিয়ন যুবদলের সভাপতি হিসাবে আমাদের জানামতে নির্যাতিত যুবদল নেতা মাষ্টার কবির আহমদ তহও সাধারণ সম্পাদক আবদুল মালেক এর নেতৃত্বে দলের দুরসময় সহ দীর্ঘদিন আমরা ঐক্যবদ্ধ,তাদের নেতৃত্বে আমরা ইউনিয়নে যুবদল করে আসছি, তাদের কে বাদ দিয়ে, তাদের সাথে কোন ধরনের অালোচনা পর্যন্ত না করে দলের সিনিয়রদের অমূল্যয়ন করে তাদের একগুয়ামীতে কমিটি গঠন করার কারণে এবং স্হানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ কারো মতামত না নিয়ে অর্থের বিনিময়ে অথর্ব, অযোগ্য ব্যক্তি ও মেয়াদউত্তীর্ন উপজেলা কমিটির সভাপতি/সম্পাদক মকছুদ-মোস্তাফার খয়ের খা দেরকে কমিটি গঠন করায় আমরা যথাক্রমে, আবুল হোছেন সিনিয়র সহ-সভাপতি, মোজাম্মেল মাঝি সহ-সভাপতি, আনচারুল করিম সহ-সভাপতি, হেলাল উদ্দীন সহ-সভাপতি, মোহাম্মদ তারেক যুগ্ম সাধারণ সম্পাদক, শাহজালাল যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ সোহেল সাংগঠনিক সম্পাদক,মোহাম্মদ জামাল দপ্তর সম্পাদক, কাউছার উদ্দীন অর্থ সম্পাদক, তাদের অথর্ব কমিটি হয়তে স্বইচ্ছায় উক্ত কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।