Advertisement


মহেশখালী-বদরখালী চ্যানেল: বন কেটে ধ্বংস করা হচ্ছে জীববৈচিত্র্য

রকিয়ত, শিক্ষানবিশ প্রতিবেদক

পানির উপর ঠাই দাড়িঁয়ে আছে অসংখ্য কাটা বাইনগাছ। আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কেটে ফেলা গাছের ছোট-বড় বহু অংশ। এই দৃশ্য মহেশখালী-বদরখালী চ্যানেলের উপকূল রক্ষায় সৃজিত প্যারাবনের।

আজ সোমবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় বদরখালীর ইউনিয়নের  দক্ষিণমাথা ফিশারিঘাট সংগ্লন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির লম্বাঘোনা নামে পরিচিত উপকূলীয় বন বিভাগের এই প্যারাবন এভাবেই কেটে নিধন করা হয়েছে।
স্থানীয়রাও জানান, একটি প্রভাবশালী মহল প্রতিনিয়ত কেটে ফেলছে এই প্যারাবনের গাছ। 
এই বিষয়ে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাফর  আংশকা প্রকাশ করে বলেন," এভাবে প্যারাবনের গাছ কাটতে থাকলে উপকূলের মারাত্মক ক্ষতি হতে পারে"
প্যারাবন ধ্বংসের বিষয়টি কক্সবাজার পরিবেশ অধিদফতরের  উপ- সহকারী পরিচালক শেখ মোহাম্মদ  নাজমুল হুদা কে জানানো হলে তিনি সংশ্লিষ্ট  বন অধিদফতরের কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন প্রতিবেদককে।