Advertisement


মহেশখালীতে জেলে ও চাষীদের ন্যায্য অধিকার সংরক্ষণ কমিটি গঠিত ::

ডেস্ক
মহেশখালী সর্বস্তরের মৎস্যজীবী জেলে ও চাষীদের ন্যায্য অধিকার সংরক্ষণ কমিটি গঠিত হয়েছে।মহেশখালীতে মৎস্য জীবি, জেলে ও মৎস্য চাষীদের অধিকার অাদায়ের লক্ষে মহেশখালীতে মৎস্য জীবীদের অধিকার সংরক্ষণ কমিটি নিন্মরুপ।উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মৎস্যজীবিদের অংশ গ্রহনে সকলের মতামতের ভিত্তিতে কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়।উক্ত কমিটির নিম্নরূপ যুগ্ন-আহবায়ক, আবুল বশর পারভেজ (সাবেক সাধারণ সম্পাদক, মহেশখালী প্রেসক্লাব)যুগ্ন আহবায়ক,এম শাহাব উদ্দিন (সভাপতি পৌর মৎস্যজীবী লীগ) যুগ্ন আহবায়ক,মোঃ শহিদুল্লাহ বিএএলএলবি সাধারণ সম্পাদক,কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতি মহেশখালী সদস্য সচিব, জাফর আলম জাবের মেম্বার সভাপতি কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতি মহেশখালী,সদস্য যথাক্রমে মাওলানা ইউনুস সভাপতি বাংলাদেশ কওমী শিক্ষক সমিতি কক্সবাজার জেলা, মোহাম্মদ কাউসার শিকদার মাতারবাড়ি, মাওলানা মোহাম্মদ ফোরকান সভাপতি ক্ষুদ্র জেলা সমিতি মহেশখালী,মোঃ আবুল কালাম কুতুবজোম, মোহাম্মদ জকির আলম বড় মহেশখালী মোহাম্মদ আলতাফ সাংগঠনিক সম্পাদক উপজেলা কৃষকলীগ জহিরুল ইসলাম সভাপতি শাপলাপুর মৎস্যজীবী লীগ সিরাজুল ইসলাম ছোট মহেশখালী মাস্টার এলাহদ্দ কবির আহমদ মোহাম্মদ আজম খা কুতুবজোম জয়নাল আবেদীন কোম্পানি আজিজুল হক ভুট্টো ফরিদ কামাল রেজাউল করিম ভোলা পৌরসভা মোহাম্মদ সেলিম নেওজ মাতারবাড়ি বেদারমিয়া কুতুবজোম এনামুল হক আহমদ উল্লাহ প্রমুখ।হেশখালী উপজেলা সর্বস্হরের মৎসজীবী চাষীদের অধিকার আদায়ের লক্ষ্যে দাবীসমুহ অধিকার বঞ্চীত জেলেরদের স্বার্থ রক্ষার্থে সরকার ঘোষিত নীতিমালা অনুসারে সকল ইউনিয়নের কার্যক্রম সম্পাদনে মৎস্যজীবি সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ বাধ্যতমুলক করতে হবে।নিবন্ধনকৃত জেলেদের জেলে আইডি কার্ড যথাসময়ে ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক ক্যাম্প বুথ করে বিতরণ করতে হবে।নতুন জেলে আইডি কার্ড নিবন্ধনকরনে মৎস্যজীবি সংগঠনের প্রতিনিধি সমন্বয় করতে হবে।