Advertisement


মহেশখালীর সবজি বাজার: কোনটির দাম কত বাড়লো ?


মহেশখালীর আজকের সবজি বাজার ঘুরে সব খবরের পাঠকদের জন্য দরদাম তুলে ধরেছেন
  তারেক আজিজ।

বেগুন ৪০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০ টাকা, পটল ৩০ থেকে ৬০, করোলা ৫০থেকে ৯০, বেন্ডি ৪০ থেকে ৮০ কাঁচা মরিচ ১২০থেকে ২০০ টাকা, দেশি পেঁয়াজ ৬৫থেকে ১০০, শুকনা মরিচ ১৮০ থেকে ২৫০ টাকা, তিত করোলা ৫০থেকে ১০০, লেবু প্রতি পিস ০৫ থেকে১০/১৫ আলু ২৫থেকে ৫৫, ডিম ৭-৯, কচুরবই ৩০ থেকে বেড়ে ৫৫ টাকায় এসে দাঁড়িয়েছে। 

প্রকারভেদে চালের বাজারেও (বেশি দামের কারণে) বেড়েছে অস্থিরতা।