Advertisement


আফরোজা হত্যাঃ দোষিদের গ্রেফতার দাবিতে মহেশখালীতে বিক্ষোভ


নিউজরুম এডিটর।। মহেশখালীতে নির্মম ভাবে খুন ও খুন পরবর্তি গুম করা আলোচিত গৃহবধু আফরোজা হত্যার ঘটনায় বিক্ষোভ করেছে মহেশখালীর স্থানীয় জনতা। আজ (শুক্রবার) বাদজুমা এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে উপজেলার হোয়ানকে এ বিক্ষোভ কর্মসুচি পালন হয়। 

জুমার নামাজের পর এ এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ বিভিন্ন স্লোগান সম্বলিত আলাদা ব্যানার ও ফেস্টুন নিয়ে সড়কে নেমে পড়েন এবং তারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে স্থানীয় ময়দানে এসে মনববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 

এ সময় নিহতের পরিবারের সদস্য, স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দোষিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন।।

রোকন//