Advertisement


উখিয়া-টেকনাফের সাবেক এমপি মোহাম্মদ আলী আর নেই, ৪ টায় জানাজা


এম বশির উল্লাহ।। উখিয়া-টেকনাফের সাবেক এমপি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা  আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়িন্নাইলাইহে রাজিউন)। 

বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় কক্সবাজারে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। ১৩ নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় হ্নীলা দরগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। 

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলা জুড়ে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।।