Advertisement


শীতে করোনা বাড়ার আশংকা থাকলেও মহেশখালীতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি


কাব্য সৌরভ ||

শীতের সাথে পাল্লা দিয়ে বাড়তে পারে করোনা, আশংকা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন শীতে করোনা রোগীর সংখ্যা বাড়তে পারে এটি করোনার দ্বিতীয় ঢেউ। তা মোকাবেলায় নিতে হবে উদ্যোগ। সচেতনতা বৃদ্ধি করে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ভুমিকা রাখতে হবে, তা না হলে কঠিন বাস্তবতার সম্মুখীন হবে দেশ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নো মাস্ক নো সার্ভিস কঠোর নীতিতে প্রত্যেক নাগরিককে মুখে মাস্ক পরার নির্দেশনা দিলেও তা মানছেন না কেউ। মহেশখালীতে জনসমাগমে, বাজার কিংবা লোকালয়ে চায়ের দোকানে ও আড্ডায় কারো মুখে নেই মাস্ক। 

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মুখে মাস্ক পড়া নিয়ে প্রশাসনের প্রচার প্রচারণাও নেই মহেশখালীতে। বিশেষজ্ঞদের মতে শীতের সাথে পাল্লা দিয়ে করোনা রোগী বাড়তে শুরু করলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে দ্বীপ উপজেলা মহেশখালী এমনটা আশংকা করছেন সচেতন মহল।