Advertisement


আজ বিজয় দিবসঃ মহেশখালীর স্মৃতিস্তম্ভে ফুল


নিউজরুম।।
আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহেশখালীর শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়েছেন কক্সবাজার-২ আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। সকাল থেকে মহেশখালী উপজেলা কম্পাউন্ডে স্থপিত স্মৃতিস্তম্ভ আগুনের পরশমণি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এ ফুল দেওয়া হচ্ছে। 

ফুল দিয়ে শ্রদ্ধা প্রকাশ করেন কক্সবাজার-২ আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহেশখালী উপজেলা প্রশাসন, মহেশখালী থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠন। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এখনও ফুল দিচ্ছেন।