Advertisement


বড় মহেশখালীতে বোমা সাদৃশ্য বস্তু বিষ্ফোরণ, আহত ৫


নিজস্ব প্রতিনিধি।। 
রাত ০৯ টার দিকে বড় মহেশখালী নতুন বাজারের পূর্ব পাশের গ্যারেজে বোমা সাদৃশ্য এক বস্তু  মেশিনের সাহায্যে কাঁটার সময় বিকট শব্দ হয়ে  বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে ০৫ জন আহত। আহত ০৫ জনের মধ্যে ২ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর ৩ জন মহেশখালী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে ০২ জন আপন ভাই বলেও জানা যায়। -তথ্য প্রত্যক্ষদর্শী সূত্রের।। 


ধারনা করা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময়ের বোমা জাতীয় কিছু হতে পারে ৷ যা গ্যারেজ মালিক ৬মাস পূর্বে এক ব্যাক্তি হতে কিনে পানিতে ডুবিয়ে রেখেছিলো বলে প্রাথমিকভাবে জানা যায় ৷