Advertisement


প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি পেলো নিঃস্ব ঠিকানাহীন মহেশখালীর ২০ পরিবার


কাব্য সৌরভ।। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমি ও গৃহহীন প্রায় ৭০ হাজার পরিবারকে জমিসহ গৃহ প্রদান অনুষ্ঠান ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  গৃহহীনদের ঘর উপহার অনুষ্ঠান শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় সারা বাংলাদেশের সাথে সংযুক্ত থেকে মহেশখালী উপজেলা কনফারেন্স রুমে ভার্চুয়ালে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার পেলো দ্বীপ উপজেলা মহেশখালীর ২০ টি গৃহহীন পরিবার।

মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল হক বি.এ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সবুজ কুমার দে, সমবায় কর্মকর্তা মাসুদ কুতুবী, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম এমদাদুল হক, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকনসহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে কুতুবজোম ইউনিয়নের গৃহ ও ভূমিহীন ২০ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জায়গার দলিলসহ ঘরের চাবি তুলে দেন অতিথিরা। প্রথম পর্যায়ে মহেশখালী কুতুবজোম ইউনিয়নে ২০টি ঘর হস্তান্তরের মাধ্যমে মহেশখালীতে পর্যায়ক্রমে ৬৬৫ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারে ঘর হস্তান্তরের উদ্বোধন হয়েছে।