Advertisement


আনুষ্ঠানিক উদ্বোধন হলো ‘ঢাকা পোস্ট’

‘সত্যের সাথে সন্ধি’ স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে নতুন বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকাপোস্ট.কম’। দীর্ঘ প্রস্তুতিপর্ব সেরে আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় ওয়েবসাইটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই নবযাত্রার আনুষ্ঠানিক ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

জানাগেছে -দীর্ঘ প্রস্তুতিপর্ব সেরে এ আনুষ্ঠানিক উদ্বোধনে যায় এ ভিজিয়্যাল সংবাদ মাধ্যমটি। এর আগে সকাল থেকেই পরীক্ষামূলক প্রকাশনা চালাচ্ছে ঢাকা পোস্ট।  

ওয়েবসাইট সূত্রে জানাগেছে -ভাষার মাসের এই পথচলায় সকল ভাষাশহীদের প্রতি ঢাকা পোস্ট জানাচ্ছে গভীর শ্রদ্ধা। তারা ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, ভাষা-সংস্কৃতির মেলবন্ধন যেমন ঘটাতে চায়, তেমনি সত্য বলার প্রত্যয়ে সুদৃঢ় অবস্থানে থাকতে চায়।

সংবাদমাধ্যটি অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের শক্তিতে বিশ্বাসী। অনুসন্ধানী সাংবাদিকতায় সর্বদা সজাগ থেকে দুর্নীতি, দুঃশাসন, অনিয়মের বিরুদ্ধে আমাদের দক্ষ সাংবাদিক বিচক্ষণী ক্ষমতায় উঠিয়ে আনবে সকল খবর। মূলধারার খবর পরিবেশনের পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনেও থাকবে বাড়তি মূল্যায়ন। সত্য ও সুন্দরকে সাথে নিয়ে ‘ঢাকা পোস্ট’ এগিয়ে যাবে তার লক্ষ্যে এমনটি আশা করেন সংশ্লিষ্টরা। 

ঢাকা পোস্ট এর ওয়েবসাইট ঘুরে আসুন >

অনলাইন সাংবাদিকতার নতুন ধারণা নিয়ে ঢাকা পোস্টের যাত্রা শুরু করেন সম্পাদক মহিউদ্দিন সরকার। মহিউদ্দিন সরকার অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ’ দিয়েই সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৯-২০০৪ পর্যন্ত দৈনিক আজকের কাগজ, ২০০৪-২০১৫ দৈনিক যুগান্তর, ২০১৫-২০২০ পর্যন্ত জাগোনিউজ২৪.কম’এ কাজ করেন। বর্তমান ঢাকা পোস্ট’র সম্পাদক হিসেবে কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), এডিটরস গিল্ড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা সাব-এডিটর কাউন্সিল (ডিএসইসি), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ইন্টারন্যাশনাল এইডস সোসাইটি এর সক্রিয় সদস্য।