নিজস্ব প্রিতবেদক।। মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নলবিলা সোলতানিয়া জামে মসজিদে জামায়তের সাথে একটানা ৪১ দিন নামাজ আদায় করায় ৭২ জন শিশু ও কিশোরকে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ ২৪ সেপ্টেম্বর শুক্রবার জুমা নামাজের শেষে সোলতানিয়া জামে মসজিদ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহেশখালীর কালারমার ছড়ার উত্তর নলবিলায় শিশু ও কিশোরদের নামাজী করতে স্থানীয় ওমান প্রবাসী শাহেদ মোঃ বাপ্পির অর্থায়েন মিজান, সেলিম, মোস্তাকিম ও সাইমুনের সহযোগিতা টানা ৪১ দিন নামাজ আদায় করা শিশু ও কিশোরদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদেরকে পুরষ্কৃত করা হয়। এতেই বিভিন্ন অভিভাবকগণ সন্তোষ প্রকাশ করে সবাইকে নামাজ পড়ার প্রতি আহ্বান জানান।
মাস্টার কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ মিসকাতের কোরআন তেলোয়াতর মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন মাতারবাড়ি রশিদিয়া হাসমতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইদ্রিস ফারুকী। এতে প্রধান অতিথি ছিলেন হাসান বশির, ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার নূরুন নবী, মোহাম্মদ জকরিয়া, লিয়াকত আলী মেম্বার, লোকমান হাকিম, একরামুল হক মিয়া, সাংবাদিক রকিয়ত উল্লাহসহ অভিভাবক বৃন্দরা।