ডেস্ক রিপোর্ট।
মঙ্গলবার ভোরে টেকনাফের নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকতের ঝাউগাছের নিচ থেকে অভিযান চালিয়ে দুই কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করেছে বাংলাদেশ বডার্র গার্ড ব্যাটালিয়নের সদস্যরা।যার আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা প্রায়।
মঙ্গলবার সকালে টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিত মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে, মাদকদ্রব্য লুকিয়ে পাচারের উদ্দেশ্যে ঝাউবাগানে রাখা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ-২ বিজিবির সদস্যরা ১০ কোটি ৩২ লাখ টাকার আইস জব্দ করে বলে জানান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ওই আইস পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।