Advertisement


মহেশখালী হাসপাতালে ১০ চিকিৎসকের যোগদান


বার্তা পরিবেশক।।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ১০জন নবীন চিকিৎসক সহকারী সার্জন হিসেবে যোগদান করেন।২৮ফেব্রয়ারী-২২ সোমবার দুপুরে  মহেশখালী হাসপাতাল সম্মেলন কক্ষে এক বরন অনুষ্ঠান সম্পন্ন হয়।

নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে অজানা পরিবেশে কাজ করতে আসা চিকিৎসকদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বরণ করে নেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুর হক ও   হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা গণ নবাগত চিকিৎসকদের ফুলেল অভ্যর্থনা জানান। ডাঃ মাহাফুজুল হক এর  সভাপতিত্বে বরণ অনুষ্টানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক-এমপি, উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শিব শেখর ভট্টাচার্য্য, কুতুবজোম ইউপি চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল’উপস্থিত ছিলেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা: রানা চৌধুরী,
মেডিকেল অফিসার ডাঃ আবুল কাসেম,ডাঃ মামুনর রশিদ,ডাঃ বিনয় সেন,ডাঃ কনিকা দস্তিদার,ডাঃ সানজিদা শহীদ টুম্পা,ডাঃ ফাহিম শাহরিয়ার শাওন,ডাঃ রানা দে সহ চিকিৎসক কর্মকর্তাবৃন্দ,নার্স, মিডওয়াইফ এবং গণমাধ্যম কর্মী।

নতুন যোগদানকৃত চিকিৎসকগ হলেন মহেশখালী পৌরসভার পুটিবিলা গ্রামের কলেজ পাড়ার ডাঃ আজমল হুদা,হোয়ানক রাজুয়ার ঘোনা গ্রামের ডাঃ রেজাউল করিম,বড় মহেশখালী মুন্সীর ডেইল গ্রামের ডাঃএ এসএম সায়েম,ধলঘাটা সুতুরিয়া গ্রামের ডাঃ সৌরভ শর্মা জনি,কালারমারছড়া আধারঘোনা গ্রামের হোসনে আরা খানম রিপা,ঢাকা নবাবগঞ্জের ডাঃ সাদিয়া খান,টাঙ্গাইল সখিপুরের কচুয়া গ্রামের ডাঃ আতিকুল বাশার রনি,বড় মহেশখালী জাগিরাঘোনা গ্রামের ডাঃ আব্দুল্লাহ আল রোমান,মাতারবাড়ীর ডাঃ মোহাম্মদ আরামান কাদের,।

বরণ নবাগত চিকিৎসকগণদের  হাসপাতালের বিভিন্ন কক্ষ ঘুরে দেখানো হয়। ৪২তম বিসিএস এর সহকারী সার্জনদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ থাকা ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং গ্রামীণ স্বাস্থ্য সেবা সম্পর্কে গর্ভবর্তী ওয়ার্ডে ও পরিচিত করা হয়। প্রধান অতিথির বক্তিতায় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, এক সময়ের সংকট দূর হয়ে ডাক্তার, নার্স সহ শূন্য কোটা অনেক পূরন হয়েছে। অবকাটামোগত সংস্কার হয়েছে।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সুব্যবস্থাপনা ও সিনিয়র ডাক্তরারা নবগতদের ফুলেল শুভেচ্ছা, অভিভাবকসুলভ আচরণে মুগ্ধ হয়। নবনিযুক্ত সহকারী সার্জন ডাঃ আজমল হুদা বলেন, মহেশখালীর সাধারণ মানুষের মাঝে সেবা দিতে আপ্রাণ চেষ্টা অব্যহত রাখব।প্রথম দিনের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবীন চিকিৎসক, কর্মস্থলে এরকম উষ্ণ অভ্যর্থনা পেয়ে নবীন চিকিৎসকরা বেশ সন্তুষ্ট।

-আবুল বশর পারভেজ।।