Advertisement


মাতারবাড়িতে ব্যক্তি উদ্যোগে ১০ বেডের হাসপাতাল


নিজস্ব প্রতিবেদক।।
এক বছর আগে মহেশখালীর মাতারবাড়িতে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠা হয়েছিলো মাতারবাড়ি মর্ডাণ হাসপাতাল। ১০ বেডের এ হাসপাতালটি স্থানীয় বাসিন্দাদের ২৪ ঘাণ্টা সেবা আসছে।

এবার হাসপাতালটিতে বিসিএস স্বাস্থের একজন এমবিবিএস ডাক্তার ফ্রিতে রোগিদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এমন সেবা পেয়ে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা।

ইউনিয়ন পর্যায়ে এ হাসপাতালটি ইতোমধ্যে চিকিৎসা সেবা প্রার্থীদের বেশ আস্থাও কুড়িয়েছে।

এবার হাসপাতালটি এক বছর পূর্তির পাশাপাশি একটি শুভ সংবাদের অংশিদারও হয়েছে। এ হাসপাতালে এতোদিন নিয়মিত নারী চিকিৎসক হিসেবে থাকা ডাক্তার অপ্রিমা শর্মা বিসিএস স্বাস্থ্য বিভাগের ক্যাডার হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। মাতারবাড়িতে বেড়ে ওঠা এ মেধাবী নারী চিকিৎসক এলাকার দায় শোধ করতে এ হাসপাতালে বসেই বর্তমানে স্থানীয়দের ফ্রিতে চিকিৎসা সেবা দিচ্ছেন। আগামীতে মাতারবাড়ির লোকজনের স্বাস্থ্যসেবা করার বাসনাও রয়েছে তার।

হাসপাতালটির পরিচালক আব্দু রহমান রিয়াজ জানান- এলাকার দায়বদ্ধতা ও কমিটমেন্ট এর জায়গা থেকে মাতারবাড়ির মতো মফস্বল এলাকায় ব্যক্তি উদ্যোগে হাসপাতাল করার সাহস করেছেন উদ্যোক্তারা। আগামীতেও মাতারবাড়ির মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে পাশে থাকতে চায় তারা।

ইতোমধ্যে হাসপাতালটিতে স্বাস্থ্য বিষয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। আগামীতে হাসপাতালটি আরও বড় ও সম্প্রসারিত পরিসরে কাজ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।