Advertisement


ভারতে আটকা পড়া জেলে পরিবারে এমপির সহায়তা


ভারতে আটকা পড়া ২৭ জন জেলে পরিবারের কাছে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন কক্সবাজার -২( মহেশখালী কুতুবদিয়া) আসনের  সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি। গতকাল তিনি কুতুবজোমে গিয়ে এ সব পরিবারের সদস্যদের হাতে এ খাদ্যদ্রব্য তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান, কুতুবজুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামালসহ অন্যরা।

প্রসঙ্গতঃ সম্প্রতি বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কুয়াশার কারণে দিকহারা হয়ে পড়েন বাংলাদেশের কয়েকটি জেলে Fisherman নৌকা। এক সময় তিনটি মাছ ধরার ট্রলার সাগরে ভারতের জলসীমায় ঢুকে পড়েন। পরে সে দেশের কোস্টগার্ড এ রকম তিনটি নৌকা আটক করে নৌকায় থাকা জেলেদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান। আটক তিনটি ট্রারের মধ্যে মহেশখালী ও কুতুবদিয়ার দুইটি।

সম্প্রতি ভারত India সফরকালে আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি সে দেশে আটকা পড়া জেলেদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেন। ইতোমধ্যে তাদের ফিরিয়ে আনার ব্যাপারে প্রশাসনিক তৎপরতা সম্পন্ন হয়েছে এবং তাদেরকে দ্রুত ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানা যাচ্ছে।

এদিকে গতকাল জেলে পরিবারে ত্রাণ বিতরণের সময় আলহাজ্ব আশেক উল্লাহ রফিক জেলে পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং দ্রুত তাদের ফিরিয়ে আনা হবে বলে জানান।