Advertisement


তারেক চেয়ারম্যানের জন্য শুভ কামনা জানালেন খ্যাতিমান সাংবাদিক মোহসীন উল হাকিম


নিউজ ডেস্ক।।
কালারমার ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ এর জন্য শুভ কামনা জানিয়েছেন সুন্দরবন জলদস্যুমুক্ত করা দেশের খ্যাতিমান সাংবাদিক মোহসীন উল হাকিম। তার ভেরিফাইড ফেইজে এক পোস্টের মাধ্যমে তিনি এ শুভ কামনা জনান।

ইঙ্গিতপূর্ণ প্রতিকী এ সংক্ষিপ্ত পোস্ট তিনি অনেক কিছুই বোঝাতে চেয়েছেন বলে বোদ্ধা পাঠক ও নেটিজেনরা।

সাংবাদিক মোহসীন তার ফেসবুক পোস্টে তারেক বিন ওসমান শরীফের নির্বাচনী গণসংযোগ এর চারটি ছবি পোস্ট করে লিখেন "এমন জনপ্রিয়তা খুব কম নেতারই আছে, শুভকামনা Tareq Bin Osman Sharif সামনে অনেক কাজ আছে...."


১৪ জুন রাত ১০টার দিকে তিনি এ ফেসবুক পোস্টটি করেন। পোস্টটি করার সাথে সাথেই মহেশখালীর বহু ফেসবুক ব্যবহারকারী তা শেয়ার করতে দেখা গেছে। অনেকই এ পোস্টে তারেক বিন ওসমান শরীফকে শুভ কামনা করতে দেখা গেছে।

সর্বোত ভাবে নির্বাচনের আগের দিন খ্যাতিমান এ সাংবাদিকের এমন ফেসবুক পোস্টকে বেশ গুরুত্বসহকারে দেখছেন ওয়াকিবহাল মহল।