Advertisement


কুতুবজোমের শিক্ষক খুনের মামলায় আসামি হলো যারা


নিউজরুম।।
মহেশখালীর কুতুবজোম তাজিয়াকাটা সুমাইয়া (রা:) বালিকা মাদ্রাসা ক্যাম্পাসে মাওলানা জিয়াউর রহমান খুনের ঘটনায় নিহতের পুত্র তৌহিদুর রহমান বাদি হয়ে আনছারুল করিমকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা মামলা করেছে। মামলায় আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ হত্যা মামলায় একাহার নামিয় আসামি হয়েছেন যথাক্রমে- কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের মৃত করিম বকসুর পুত্র আনছারুল করিম ( ৪৫ ), মৃত লাল মিয়ার পুত্র এবাদুল করিম ( ২৮ ), মনছুর আলীর পুত্র শরাফত উদ্দিন ( ২৫ ), মৃত হাজী করিম বকসুর পুত্র মহি উদ্দিন ( ৩৮ ), মৃত হাজী হামিদ বকসুর পুত্র কোরবান আলী ( ৪৫ ), লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর ( ৩৭ ), নেছারের পুত্র লাদেন ( ২৩ ), মৃত জাহা বকসুর পুত্র মোক্তার মিয়া প্রঃ মোস্তাক ( ৫৫ ), মৃত করিম বকসুর পুত্র নেছার ( ৫০ ), আনছারুল করিমের পুত্র ইরফান উদ্দিন ( ২৩ ), মৃত দুদু মিয়ার পুত্র এবাদুল হক ( ৩৫ ), মোক্তার মিয়ার পুত্র জসিম ( ২৯ ), মৃত আবদু জব্বারের পুত্র নুরুল আলম ( ৪৫ ), নুরুল হকের পুত্র মোসলেম উদ্দিন ( ২৫ ), মৃত কোরবান আলীর পুত্র পারভেজ ( ২৩ ), মৃত উজির আলীর পুত্র রফিক ( ৩২ ), আবু ছৈয়দের পুত্র জুয়েল ( ৩০ ), মোক্তার মিয়ার পুত্র দিলদার মিয়া ( ৩৫ ), খলিলুর রহমানের পুত্র রহিম মিয়া ( ২৭ ), মৃত আমিন শরীফের পুত্র তোফাইল ( ২২ ), মনছুর আলীর স্ত্রী তাজমিন আক্তার ( ৪০ ), মনছুর আলীর কন্যা ছমিরা আক্তার ( ২৫ ), মৃত আবদুর রশিদের স্ত্রী ময়না আক্তার ( ২৫ ), নেছার মিয়ার স্ত্রী ধলা বুড়ি ( ৩৫ ) মৃত জাহাবকসুর পুত্র রিদোয়ান ( ৫০ ), মৃত জাহাবকসুর পুত্র সৈয়দ মাঝি প্রকাশ ছৈয় মাঝি ( ৪২ ), আবু তালেবের পুত্র আরাফাত ( ১৯ ), মৃত উজির আলীর পুত্র আবু তালেব ( ৫০ )।

এ মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে আরও ৭-৮ জনকে।