Advertisement


দীর্ঘ প্রতিক্ষার পর বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন


এস এম রুবেল।।
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে শনিবার বিকেলে বড় মহেশখালী নতুন বাজার মাঠে বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজ মিয়া বাশির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন এর সঞ্চালনায় ত্রি - বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন ও কাউন্সিল শুভ উদ্বোধন করেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী। 

আয়োজনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের আওয়ামী লীগ এর ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা , বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী , জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেয়র মুজিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। 

বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা ডা. নুরুল আমিন , মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া , কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক বিন ওসমান শরীফ , মহেশখালী কলেজ এর অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা আহামদ কবির , মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আবু হায়দার, ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, বড় মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম বেলাল, কালারমার ছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, মহেশখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ শানু ও বড় মহেশখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শওকত ওসমান।


শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মিনু। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ ফোরকান বিএ , মাস্টার লেয়াকত আলী , বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহাম্মদ , পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম রফিকুল ইসলাম , প্রভাষক এহেছানুল করিম. মোস্তাক আহাম্মদ তালকদার, মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিন, মাস্টার এনামুল করিম , জহিরুল ইসলাম সিকদার, শান্তি লাল নন্দী, জিল্লুর রহমান মিন্টুসহ অনেকেই। 

নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সংগঠনকে শক্তিশালি করার প্রতি গুরুত্বারোপ করেন এবং বক্তৃতারা সর্ববস্থায় দলকে শক্তিশালী করে নিজ নিজ অবস্থান থেকে দলের জন্য কাজ করে যাওয়ার দৃঢমত ব্যক্ত করেন।