Advertisement


কক্সবাজার সিটি কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস


নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে কক্সবাজার সিটি কলেজে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষাশহীদ দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অধ্যক্ষ ক্য থিং অং এর নেতৃত্বে ২১শে ফেব্রুয়ারী (মঙ্গলবার) প্রথম প্রহরে কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় কলেজ গভর্নিং বড়ির সভাপতি, উপ‍াধ্যক্ষ, বিভাগীয় প্রধান, শিক্ষক মন্ডলী, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে শহীদ মিনার চত্বরে আলোক চিত্র প্রদর্শনী ও দেয়ালিকা  উন্মোচন করা হয়। শুধু তাই নয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা এবং আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলা ভাষার গুরুত্ব ও তাৎপর্য আলোকপাত করা হয় এবং কলেজে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা কেন্দ্র করার প্রস্তাবটি উত্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ক্যা থিং অং। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার সিটি কলেজের  গভর্নিং বডির সভাপতি ও কক্সবাজার জেলার পাবলিক প্রসিকিউটর এডভোকেট  ফরিদুল আলম, কক্সবাজার সিটি কলেজের উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, বায়ো কেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের  সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শারায়াত পারভীন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হাশেম উদ্দিন, মিডিয়া এন্ড থিয়েটার স্টাডিজ বিভাগের বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ সাইফুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শরমিন সিদ্দিকা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ জসিম উদ্দিন, বাংলা বিভাগের প্রভাষক এহসান উদ্দিন, ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল নোমান, মিডিয়া এন্ড থিয়েটার স্টাডিজ বিভাগের প্রভাষক কেএম সানাউল হক। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক রোমেনা আক্তার ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক জ্যোৎস্না ইয়াসমিন।