Advertisement


বিয়ের পরপরই বিসিএস পুলিশ ক্যাডার হলেন কৃষক পরিবারের সন্তান সালাহ উদ্দিন

রকিয়ত উল্লাহ।। গত ২২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়ার নোনাছড়ি এলাকার কৃষক ছৈয়দ আহমেদের সন্তান সালাহ উদ্দিন কাদের বিপুল।

পরিবারে এখনও বিয়ের আমেজ শেষ হয়নি। তখনই কৃষকের পরিবারে এলো আরও বড়ো সুসংবাদ। সদ্য ঘোষিত ৪৩তম বিসিএস পরিক্ষায় পুলিশ ক্যাডারে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েছেন বিপুল। এমন খবরেই কৃষকের পরিবারের পাশাপাশি গোটা এলাকায় আনন্দের বন্যা ভয়ে যাচ্ছে। কেউ কেউ এতো বড়ো সুসংবাদ পাওয়ার জন্য তার সদ্য বিবাহিত স্ত্রীকে ভাগ্যবতী বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অভিনন্দন বার্তা জানাচ্ছেন।  

খোঁজ নিয়ে জানা যায় -সালাহ উদ্দিন কাদের বিপুল ছৈয়দ আহমেদ-উম্মে কুলসুম দম্পতির বড় সন্তান। তার পিতা পেশায় কৃষক। ছোটোবেলা থেকেই অদম্য মেধাবী সালাহ উদ্দিন কাদের কালারমার ছড়া আর্দশ বিদ্যাননিকেতন থেকে প্রাথমিকের গন্ডি পেরিয়ে ভর্তি হন হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। ২০১২ সালে এসএসসি পাশ করার পর ভর্তি হন কক্সবাজার সরকারি কলেজে। তারপর যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

গত ২২ ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে থেকে বিয়ে করেন বিপুল। তার স্ত্রীর নাম নাফিজা আনজুম। এরইমধ্যে ২৬ ডিসেম্বর ঘোষিত বিসিএস (পুলিশ ক্যাডার) ৫১ তম স্থানে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হন।  

এক প্রতিক্রিয়ায় ৪৩তম বিসিএস (পুলিশ ক্যাডার) এ চুড়ান্ত সুপারিশ প্রাপ্ত সালাহ উদ্দিন কাদের বিপুল বলেন- বিয়ের ৪ দিনের মাথায় এতবড়ো সুংসবাদ পাব কল্পনাও করিনি। আনন্দের মাঝে এ বাড়তি আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমার এ অর্জন মা-বাবা, শিক্ষক, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের বলেও জানান তিনি।