কক্সবাজার জেলার বৃহত্তম সামাজিক ও অরাজনৈতিক সংগঠন মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিঃ, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে একটি আধুনিক ও সম্ভাবনাময় দ্বীপাঞ্চল বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে। আর্থ-সামাজিক উন্নয়ন বিশেষ করে শিক্ষা, চিকিৎসা ও সুস্থধারার সংস্কৃতির বিকাশে এই সমিতির ভূমিকা অনস্বীকার্য। মহেশখালী উপজেলার এক ঝাঁক তরুণ মেধাবী ও কর্মঠ পেশাজীবীর সমন্বয়ে গঠিত এই সংগঠন বারবার মহেশখালীর উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে। সম্প্রতি সমিতির সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করলে একটি স্বার্থান্বেষী মহল সমিতিকে নানাভাবে বিতর্কিত করার প্রয়াস চালায়। তার নিরিখে জনৈক এক ব্যক্তি ( সৈয়দুল কাদের) তার ফেইসবুক একাউন্ট থেকে সমিতি, সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়ে নৈতিকতা বিবর্জিত ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়, যা সম্পূর্ণ অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। মূলতঃ মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিঃ একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের উদ্দেশ্য হলো অবহেলিত মহেশখালী জনপদের আর্থ-সামাজিক উন্নয়ন সহ শিক্ষা- সংস্কৃতির মানোন্নয়ন, পরিবেশও জীববৈচিত্র্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, স্কিল ডেভেলপমেন্ট ও যোগ্যতাভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থাকরণ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। এই সমিতি কে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।
প্রেস বিজ্ঞপ্তিঃ
মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লিঃ