Advertisement


মহেশখালীতে মাদ্রাসার শৃংখলা রক্ষার্থে জৈষ্ঠ্যতার ভিত্তিতে সুপার নিয়োগে নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে স্বারকলিপি


প্রেস বিজ্ঞপ্তি।।
মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের দ্বীনি শিক্ষা প্রতিষ্টান তাজিয়াকাটা সুমাইয়া (রা:) বালিকা মাদ্রাসার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শৃংখলা রক্ষার্থে জৈষ্ঠ্যতার ভিত্তিতে যোগ্যতা সম্পূর্ণ একজন দক্ষ সুপার নিয়োগের জন্য মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে স্বারকলিপি দিয়েছে তাজিয়াকাটা স্টুডেন্টস্ সোসাইটি। 

৬ মার্চ বৃস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্লাহ অফিস কক্ষে স্বারকলিপি প্রদান করেন তাজিয়াকাটা স্টুডেন্টস্ সোসাইটিট নেতৃবৃন্দরা।

জানা যায়- দীর্ঘদিন ধরে তাজিয়াকাটা সুমাইয়া (রা:) বালিকা দাখিল মাদ্রাসার সুপার পদটি শূন্য থাকায় ইবতেদায়ী শিক্ষক ধারা মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে পাঠদানের অবনতি ঘটছে। এমন কি দায়িত্ব গ্রহণের পর থেকে দিনের পর দিন শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিমূলক আচরণ করেন। এমনকি তার সাথে অত্র ম মাদ্রাসার ৪র্থ শ্রেণির নারী কর্মচারীর সাথে হাতাহাতির ঘটনাও ঘঠে ছিল। তার আচরণে শিক্ষক কর্মচারীগণ অতিষ্ট। তাই অনিয়ম ও অপেশাদার আচরণে মাদ্রাসার সার্বিক শৃঙ্খলা নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম মান ক্ষুন্ন রাখতে তাজিয়াকাটা স্টুডেন্টস্ সোসাইটিট ও এলাকার ছাত্র  সমাজ ঐক্য হয়ে মাঠে নামছে। 

তার ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে স্বারকলিপি দিয়েছে। এই সময় উপস্থিত ছিলেন-সাবেক সভাপতি-মহিউদ্দিন , সাবেক সাধারণ সম্পাদক- রুবেল,এনামুল করিম, আজিজুর করিম, 

সায়েদু করিম,  সাধারণ সম্পাদক, হাদিস মোহাম্মদ তারেক, সাবেক  সাংগঠনিক সম্পাদক, 

সদস্য যথাক্রমে সওয়ার , সাগর, তারেক, মোহাম্মদ আরফাত, মাসুম, বাবু ও ফয়সাল  প্রমুখ।