Advertisement


চেয়ারম্যান খোকন ছুটে গেলেন অসুস্থ প্রবীণ বৃদ্ধা চাঁদ মিয়ার খোঁজ নিতে


নিজ নিবার্চনী এলাকার অসুস্থ প্রবীণ বৃদ্ধা চাঁদ মিয়াকে দেখতে গেলেন কুতুজোমের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন। গতকাল সোমবার কুতুবজোমের মনচর পাড়াস্থ চাদঁ মিয়ার বাড়িতে গিয়ে তাকে দেখে আসেন চেয়ারম্যান খোকন। এসময় তিনি অসুস্থ বৃদ্ধা চাঁদ মিয়ার শারীরিক অবস্থার খোজঁ খবর নেন।

///অসীম দাশ/// এস.ই//