Advertisement


বড় মহেশখালীর নতুন বাজারে যানযট নিরসনে ওসি প্রনব চৌধুরীর উদ্যোগ


রকিয়ত উল্লাহ।।
মহেশখালী উপজেলার বড় মহেশখালীর নতুন বাজারে যানযট নিরসনে মাঠে নেমেছেন মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরীর নেতৃত্বে একটি পুলিশ টিম।

২১ আগস্ট বেলা ১২ টায় যানযট নিরসনে মাটে নামে পুলিশ।  এসময় ফুটপাত দখলে থাকা কিছু অংশও দখল মুক্ত করা হয়।

মহেশখালীর ওসির এমন পদক্ষেপের প্রশংসা জানিয়েছেন নতুন বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসী ও যাত্রীরা। তারা জানান,ফুটপাত দখল করে বিভিন্ন ব্যবসায়ীর মালামাল বিক্রি করে পাশাপাশি টমটম গুলো রাস্তায় দাঁড়িয়ে থেকে। ফলে যানযটের ভোগান্তি হয় যাত্রীদের। এ অবস্থায় যানযট নিরসনে এমন কাজ করা প্রংশার

এ বিষয়ে মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী বলেন,যানযট নিরসনের বিভিন্ন রাস্তার মোড়ে কাজ করছে পুলিশ। আজ তার ধারাবাহিকতা বড় মহেশখালীর  নতুন বাজারে এ কাজ করা হয় বলে জানান।