Advertisement


মহেশখালীতে বৃদ্ধ টমটম চালক কর্তৃক নারীশিশু যৌন নিপীড়নের শিকার


আ ন ম হাসান।। মহেশখালীতে ৫৫ বছরের এক বৃদ্ধের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী। এ ঘটনায় নিপড়নকারীকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ। ওই বৃদ্ধ পেশায় একজন ইজিবাইক টমটম চালক।

সূত্র জানিয়েছে- ২৬  ডিসেম্বর (সোমবার) দুপুরে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলাস্থ বৌদ্ধ শশ্মান সংলগ্ন এলাকার এ ঘটনা ঘটে। যৌন নিপীড়নকারী ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম জাফর আলম। জাফর মহেশখালী পৌরসভার পুটিবিলা লম্বা হায়দার পাড়া গ্রামের মৃত তজু মিয়ার পুত্র। ঘটনায় নিপীড়নের শিকার শিশুটির পিতা মহেশখালী থানায় মামলার এজাহার দায়ের করার পর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়- জাফর আলম পেশায় একজন টমটম গাড়ি চালক। স্থানীয় একটি বিদ্যালয়ের স্কুলের ৪র্থ শ্রেণীর ১০ বছর বয়সী  শিক্ষার্থী গত ২৬ ডিসেম্বর বেলা দুইটার দিকে বাড়ি হতে খাবার নিয়ে ফুফুর বাড়িতে যাওয়ার জন্য জাফর আলমের টমটম গাড়িতে উঠে ৷ পথিমধ্যে জাফর শিশুটিকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে যায় এবং ওখানে যৌন নিপীড়ন চালায়। এ সময় মেয়েটির চিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পট জাফর পালিয়ে যায়। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে  আসেন। হাসপাতালে শিশুটির চিকিৎসা হয়।
 
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইন-চার্জ প্রণব চৌধুরী বলেন- ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর স্থানীয় ইউপি সদস্যের সহযোগীতায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।